পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উচ্চ তুচ্ছ বিবিধ উপাধি বন্ত্যার যেন জল । চলি গেল যবে সভ্যস্থজন, মুখোমুখী করি বসিলা দুজন, রাজা বলে “এবে কাব্যকুজন আরস্ত কর কবি ।” কবি তবে দুই কর যুড়ি’ বুকে বাণীবন্দনা করে নতমুখে, “প্রকাশে জননী নয়ন সমুখে প্রসন্ন মুখছবি । বিমল মানস-সরসবাসিনী শুক্লবসনা শুভ্ৰহাসিনী, বীণাগঞ্জিত মঞ্জুভাষিণী কমলকুঞ্জাসনা । তোমারে হৃদয়ে করিয়া আসীন সুখে গৃহকোণে ধনমানহীন ক্ষ্যাপার মতন আছি চিরদিন উদাসীন আনমনা । চারিদিকে সবে বাটিয়া দুনিয়া আপন অংশ নিতেছে গুণিয়া, > * > পুরস্কার