পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপণা জানি । যবে বসে’ আছি ভরা মনে, দিতে চাই নিতে কেহ নাই । জয়সিংহ স্বজনের আগে দেবতা যেমন এক । তাই বটে ! তাই বটে । মনে হয় এ জীবন বড় বেশি আছে,—যত বড় তত শূন্ত, তত আবশ্যকহীন । অপণা জয়সিংহ, তুমি বুঝি একা ? তাই দেখিয়াছি কাঙাল যে জন তাহারো কাঙাল তুমি ; যে তোমার সব নিতে পারে, তা’রে তুমি খুজিতেছ যেন ; ভ্ৰমিতেছ দীনদুঃখী সকলের দ্বারে । এতদিন ভিক্ষা মেগে ফিরিতেছি—কত লোক দেখি, কত মুখপানে চাই, লোকে ভাবে শুধু বুঝি ভিক্ষ তরে,—দূর হতে দেয় তাই মুষ্টিভিক্ষ ক্ষুদ্র দয়াভরে ; এত দয়া পাইনে কোথাও—যাহা পেয়ে আপনার দৈন্য আর মনে নাহি পড়ে । ミ○8