পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা ও রাণী বাসনার পাপ সেই হতেছে সঞ্চয় তা’র পরে কেন থাকে অসিদ্ধির ক্লেশ ? কুমারে পাঠাও যুদ্ধে । চন্দ্রসেন বাহিরে রয়েছে কাশ্মীরের যত উপদ্রব । পররাজ্যে আপনার বিষদন্ত করিতেছে ক্ষয় । ফিরায়ে আনিতে চাও তাদের আবার ? عاصمعي রেবতী অনেক সময় আছে সে কথা ভাবিতে । আপাতত পাঠাও কুমারে। প্রজাগণ ব্যগ্র অতি যৌবরাজ্যে অভিষেক তরে, তাদের থামাও কিছুদিন । ইতিমধ্যে কত কি ঘটিতে পারে পরে ভেবে দেখো ! কুমারের প্রবেশ রেবতা ( কুমারের প্রতি ) যাও যুদ্ধে, পিতৃব্যের হয়েছে আদেশ । বিলম্ব কোরো না আর বিবাহ উৎসব । পরে হবে । দীপ্ত যৌবনের তেজ ক্ষয় করিও না, গৃহে বসে’ আলস্য-উৎসবে ! > ? ど