পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বঃিছাড়া স্বজন কত মত। পক্ষীরাজ উড়িছে শত শত । ফুলের মত লতার মাঝে নারীর মুখ বিকশি রাজে, প্রণয়ভরা বিনয়ে লাজে নয়ন করি নত, স্ব&িছাড়া স্বজন কত মত । ধবনিত এই ধরার মাঝখানে শুধু এ গৃহ শব্দ নাহি জানে। ব্যাঘ্ৰাজিন আসন পাতি’ বিবিধরাপ ছনদ গাথি’ মন্ত্র পড়ি দিবস রাতি গুঞ্জরিত তানে, শব্দহীন গৃহের মাঝখানে। এমন করে গিয়েছে কত দিন জানিনে কিছু আছি আপন-লীন। চিত্ত মোর নিমেষ-হত উৰ্দ্ধমুখী শিখার মত, শরীরখানি মূৰ্চ্ছাহত 〉ミ>