পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিসর্জন রক্তস্রোত কোন দৈত্য দিয়েছে খুলিয়া, ভক্তিতে প্রেমেতে রক্ত মাখামাথি হয়. ক্রর হিংস। দয়াময়ী রমণীর প্রাণে দিয়ে যায় শোণিতের ছাপ ! এ শোণিত তবু করিব না রোধ ? গুণবতী ( মুখ ঢাকিয় ) যা ও—যাও তুমি । গোবিনদমাণিক্য হায় মহারাণী, কর্তব্য কঠিন হয় তোমরা ফিরালে মুখ । ( প্রস্থান গুণবতী ( কাদিয়া উঠিয়া ) ওরে অভাগিনী, এত দিন একি ভ্রান্তি পুষেছিলি মনে ? ছিল না সংশয়মাত্র ব্যর্থ হ’বে আজ এত অনুরোধ, এত অনুনয়, এত অভিমান । ধিক, কি সোহাগে পুত্ৰহীন পতিরে জানায় অভিমান ? ছাই হোক অভিমান তোর । ছাই এ কপাল ! ছাই মহিষী-গরব । আর নহে প্রেমখেলা, ミ○ な