পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঘুপতি দেবার স্বপন সত্য । রাজটীকা পাবে তুমি, নাহিক সন্দেহ । নক্ষত্ররায় নাহিক সন্দেহ ? কিন্তু যদি নাই পাই ? রঘুপতি তামার কথায় অবিশ্বাস ? নক্ষত্র রায় অবিশ্বাস কিছুমাত্র নেই, কিন্তু দৈবাতের, কথ। যদি নাই হয় ? রঘুপতি অন্যথা হবে না কভু । নক্ষত্ররায় অন্যথা হবে না ? দেখো প্রভু, কথা যেন ঠিক থাকে শেষে । রাজা হ’য়ে মন্ত্রীটারে দেব’ দূর করে’, সববদাই দৃষ্টি তার রয়েছে পড়িয়া আমা পরে, যেন সে বাপের পিতামহ । ২৭৩ 6 — 18