পাতা:কাব্যগ্রন্থ (ষষ্ঠ খণ্ড).pdf/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক করে অস্ত্র চালাবার দরকার কি বাপু ! ঐ ওতেই ত হার হ’ল ! • 6. 9ع আসল কথা একটা যুদ্ধ করবার ছুতো। রাজা এখন কিছুতেই যুদ্ধ ছাড়তে পারচেন না। নানা ছল অন্বেষণ করচেন। রাজাকে সাহস করে’ দুটো ভালো কথা বলে এমন বন্ধু কেউ নেই। আমি ত আর থাকতে পারচিনে, আমি চলুম। নারায়ণী যেতে ইচ্ছে হয় যাও, আমি কিন্তু একলা তোমার ঘরকন্না করতে পারব না। তা আমি বলে রাখলুম। এই রইল তোমার সমস্ত পড়ে রইল। আমি বিবাগী হ’য়ে বেরিয়ে যাব । দেবদত্ত রোসো আগে আমি ফিরে আসি তা’র পরে যেয়ো । বল ত আমি থেকে যাই । নারায়ণী না না তুমি যাও ! আমি কি আর তোমাকে সত্যি থাকতে বলচি ? ওগো তুমি চলে গেলে একেবারে বুক ফেটে মরব না, সে জন্য ভেবো না। আমার বেশ চলে’ যাবে। >ミQ