পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्९ि १ि झो. ছেলেরা ধরিল খেলা, বৃদ্ধের তামুক, এক দণ্ডে খুলে গেল রমণীর মুখ। দেশযোড়া মাথাধরা ছেড়ে গেল চট্ট, সবাই বুঝিয়া গেল—“হিং টিং ছটু।” স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান, গোঁড়ানন্দ কবি ভণে, শুনে পুণ্যবান। கறக যে শুনিবে এই স্বপ্নমঙ্গলের কথা, সর্বভ্রম ঘুচে যাবে নহিবে অন্যথা । বিশ্বে কভু বিশ্ব ভেবে হবে না ঠকিতে, সত্যেরে সে মিথ্যা বলি বুঝিবে চকিতে। যা আছে তা নাই, আর, নাই যাহা আছে, এ কথা জাজ্জ্বল্যমান হবে তা’র কাছে সবাই সরলভাবে দেখিবে যা কিছু, সে আপন লেজুড় জুড়িবে তা’র পিছু। এস ভাই, তোল হাই, শুয়ে পড় চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত— জগতে সকলি মিথ্যা সব মায়াময় স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়। স্বপ্নমঙ্গলের কথা অমৃত সমান, গোঁড়ানন্দ কবি ভণে, শুনে পুণ্যবান। ১৮ই জ্যৈষ্ঠ, ১২৯৯ । 8(t