পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যেন এ লক্ষ যক্ষশিশুর অট্টরোল। আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল । দে দোল দোল । আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বুকের কাছে। থাকিয়া থাকিয়া উঠিছে কঁাপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধনস্তখে হৃদয় নাচে, ত্ৰাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়াছে বুকের কাছে হায়, এতকাল আমি রেখেছিনু তারে যতনভরে শয়ন পরে । ব্যথা পাছে লাগে, দুখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে Տ ՆԳ