পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কে আছে কোথায়, কে আসে, কে যায়, নিমেষে প্রকাশে, নিমেষে মিলায়, বালুকার পরে কালের বেলায় ছায়া আলোকের খেলা । জগতের যত রাজা মহারাজ কাল ছিল যারা কোথা তা’রা আজ, সকালে ফুটিছে সুখদুখ লাজ, টুটিছে সন্ধ্যাবেলা । শুধু তা’র মাঝে ধবনিতেছে স্থর বিপুল বৃহৎ গভীর মধুর, চিরদিন তাহে আছে ভরপুর, মগন গগনতল । যে জন শুনেছে সে অনাদিধবনি ভাসায়ে দিয়েছে হৃদয়তরণী, জানে না আপনা জানে না ধরণী সংসারকোলাহল । সে জন পাগল, পরাণ বিকল 5 ভবকূল হ’তে ছিড়িয়া শিকল কেমনে এসেছে ছাড়িয়া সকল ঠেকেছে চরণে তব । তোমার অমল কমলগন্ধ । হৃদয়ে ঢালিছে মহা আনন্দ, > a○ পুরস্কার