পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সোনার তরী এদিকে কবির উৎসাহ ক্রমে নিমেষে নিমেষে আসিতেছে কমে’ যখন পশিল নৃপ-আশ্রমে মরিতে পাইলে বঁাচে । রাজসভাসদ সৈন্য পাহারা গৃহিণীর মত নহে ত তাহারা, সারি সারি দাড়ি করে দিশাহারা, হেথা কি আসিতে আছে । হেসে ভালবেসে দুটো কথা কয় রাজসভাগৃহ হেন ঠাই নয়, মন্ত্রী হইতে দ্বারী মহাশয় সবে গম্ভীর মুখ । মানুষে কেন যে মানুষের প্রতি ধরি’ আছে হেন যমের মূরতি, তাই ভাবি কবি না পায় ফুরতি দমি” যায় তা’র বুক । বসি মহারাজ মহেন্দ্র রায় মহোচচ গিরিশিখরের প্রায়, জন-অরণ্য হেরিছে হেলায় অচল অটল ছবি । কৃপা-নিঝর পড়িছে ঝরিয়া শত শত দেশ সরস করিয়া, SWXSo