পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অরুগ্ন বলিষ্ঠ হিংস্র নগ্ন বর্বর্বরতা— নাহি কোনো ধৰ্ম্মাধৰ্ম্ম, নাহি কোনো প্রথা, নাহি কোনো বাধাবন্ধ,—নাহি চিন্তাজ্বর, নাহি কিছু দ্বিধাদ্বন্দ্ব, নাহি ঘরপর, উন্মুক্ত জীবন-স্রোত বহে দিনরাত সম্মুখে আঘাত করি সহিয়া আঘাত অকাতরে ; পরিতাপজর্জরপরাণে বৃথা ক্ষোভে নাহি চায় অতীতের পানে, ভবিষ্যৎ নাহি হেরে মিথ্যা তুরাশায়— বৰ্ত্তমান-তরঙ্গের চূড়ায় চূড়ায় নৃত্য করে চলে যায় আবেগে উল্লাসি’,— উচ্ছ স্থল সে জীবন সেও ভালবাসি— কতবার ইচ্ছা করে সেই প্রাণঝড়ে ছুটিয়া চলিয়া যাই পূৰ্ণপালভরে লঘু তরী সম । হিংস্ৰ ব্যাঘ্ৰ অটবীরআপন প্রচণ্ড বলে প্রকাণ্ড শরীর বহিতেছে অবহেলে ;–দেহ দীপ্তোজ্জ্বল অরণ্যমেঘের তলে প্রচছন্ন-অনল বজের মতন—রুদ্র মেঘমন্দ্রস্বরে পড়ে আসি অতর্কিত শিকারের পরে >ごのQ