পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপোল রাখিয়া কপোলের পাশে কানে কানে কথা কয় । দেখিতে দেখিতে কবির অধরে হাসিরাশি আর কিছুতে না ধরে, মুগ্ধ হৃদয় গলিয়া অাদরে ফাটিয়া বাহির হয় । কহে উচ্ছসি, “কিছু ন মানিব, এমনি মধুর শ্লোক বাখানিব, রাজভাণ্ডার টানিয়া আনিব ও রাঙা চরণতলে ।” বলিতে বলিতে বুক উঠে ফুলি, উষ্ণাষপরা মস্তক তুলি পথে বাহিরায় গৃহদ্বার খুলি দ্রুত রাজগৃহে চলে। কবির রমণী কুতূহলে ভাসে, তাড়াতাড়ি উঠি' বাতায়ন পাশে উকি মারি’ চায়, মনে মনে হাসে, কালো চোখে আলো নাচে । কহে মনে মনে বিপুল পুলকে, “রাজপথ দিয়ে চলে এত লোকে এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে।” >やQ পুরস্কার