পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X o অন্তঃপুর সুদৰ্শন । যা যা স্তরঙ্গমা, তুই যা ! আমার মধ্যে একটা রাগের আগুন জুলচে—আমি কাউকে সহ্য করতে পরিচিনে—-তুই অমন শান্ত হয়ে থাকিস ওতে আমার আরো রাগ হয় । স্তুরঙ্গমা । কার উপর রাগ করচ মা ? স্বদশনা । সে তামি জানিনে—কিন্তু আমার ইচ্ছে করচে সমস্ত ছারখার ত’য়ে মাক ! অতবড় রাণীর পদ এক মুহূৰ্বে বিসর্জন দিয়ে এলুম সে কি এমনি কোণে লুকিয়ে ঘর বাঁটি দেবার জন্তে ? মশাল জুলে’ উঠবে না ? ধরণী কেঁপে উঠবে না ? আমার পতন কি শিউলি ফুলের খসে পড়া ? সে কি নক্ষত্রের পতনের মত অগ্নিময় হ’য়ে দিগন্তকে বিদীর্ণ করে’ দেবে না ? স্বরঙ্গমা । দাবানল জ্বলে’ ওঠবার আগে গুমরে গুমরে ধোয়ায়—এখনো সময় যায়নি । সুদৰ্শন । রাণীর মহিমা ধূলিসাৎ করে দিয়ে বাইরে চলে’ এলুম এখানে আর কেউ নেই যে আমার সঙ্গে মিলবে ? এক্লা—একলা আমি ! আমার এত বড় ᎼᎽ8