পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মন্ত্রী । যেমন আদেশ করেন তাই হবে । কান্তকুজ্জ । সে যে আমার কন্যা একথা যেন প্রকাশ ন৷ হয়—তাহ’লে বিষম অনৰ্থপাত ঘটবে। মন্ত্রী । অনর্থের আশঙ্কা কেন করেন মহারাজ ? কান্যকুব । নারী যখন আপন প্রতিষ্ঠা থেকে ভ্ৰষ্ট হয় তখন সংসারে সে ভয়ঙ্কর বিপদ হ’য়ে দেখ দেয় । তুমি জান ন! আমার এই কল্যাকে আমি আজ কি রকম ভয় করচি—সে আমার ঘরের মধ্যে শনিকে সঙ্গে করে নিয়ে আসচে । న)\రి