পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>(2 এই শরৎ-আলোর কমল-বনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে । তারি সোনার কাকন বাজে আজি প্রভাত-কিরণ-মাঝে, হাওয়ায় কাপে আঁচলখানি ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে । আকুল কেশের পরিমলে পড়ে থাকে তরুর তলে । হৃদয়-মাঝে হৃদয় দুলায়, বাহিরে সে ভুবন ভুলায়, আজি সে তা’র চোখের চাওয়৷ ছড়িয়ে দিল নীল গগনে । ১১ ভাদ্র 8 O8