পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S a নাগরিক দল প্রথম । ওহে এত গুলো রাজা একত্ৰ হ’য়ে লড়াই বধিয়ে দিলে, ভাবলুম খুব তামাস হবে—কিন্তু দেখতে দেখতে কি যে ই 'য়ে গেল ভালো বোঝাই গেল না ! দ্বিতীয় । দেখলে না, ওদের নিজেদের মধ্যেই গোলমাল বেধে গেল—কেউ যে কাউকে বিশ্বাস করে না। তীয় । পরমশ ঠিক রইল না যে । কেউ এগতে চায় কে ৬ পিছতে চায়—কেউ এদিকে যায় কেউ ওদিক যায় একে কি আর যুদ্ধ বলে ? இ. প্রথম । ওর। ত লড়াইয়ের দিকে চোখ রাখে নি— ওরা পরস্পরের দিকেই চোখ রেখেছিল । দ্বিতীয় । কেবলি ভাবছিল লড়াই করে মরব আমি আর তা’র ফল ভোগ করবে আর কেউ । তৃর্তায় । কিন্তু লড়েছিল কাঞ্চারাজ সে কথা বলতেই হবে। প্রথম । সে যে হেরে ও হারতে চায় না । দ্বিতীয়। শেষকালে অস্ত্রটা একেবারে তা’র বুকে এসে লাগল। ծՀԳ