পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন দর্ভকদের পাড়ায় ? এখন উপায় কি ? ওঁকে কোথায়— দর্ভকগণের অর্ঘ্য লইয়া প্রবেশ ) প্রথম দৰ্ভক । গোসাই এই সব তোমার জন্যে এনেচি । কেতনের মাসি পশু পিঠে তৈরি করেছিল তারি কিছু বাকি আছে— উপাচার্য্য। তারে, আরে সর্ববনাশ করলে রে । করিস কি ! উনি যে আমাদের গুরু । দ্বিতীয় দৰ্ভক । তোমাদের গুব আবার কোথায় ? এ ত আমাদের গোসাই । দাদাঠাকুব । দে ভাই, আর কিছু এনেচিস ? দ্বিতীয় দৰ্ভক ঠ1:জাম এনেচি । তৃতীয় দৰ্ভক । কিছু দই এনোচ । দাদাঠাকুর। সব এখানে রাখ। এস ভাই পঞ্চক, এস আচায আদানপুণা—নুতন আচায্য আর পুরাতন আচাৰ্মা এস, এদের ভক্তির উপহার ভাগ করে নিয়ে আজকের দিনটাকে সার্থক করি । ( বালকগণের প্রবেশ ) সকলে । গুরু ! দাদাঠাকুর । এস বাছা, তোমরা এস ! প্রথম বালক । কখন আমরা বের হব ? ૨.૭૧