পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতীক্ষা এখনো সকল গান করে নি সে সমাপন সন্ধ্যায় প্রভাতে ; নিজের বক্ষের তাপে মধুর উত্তপ্ত নীড়ে সুপ্ত আছে রাতে ; পান্থপাৰ্থীদের সাথে এখনো যে যেতে হবে নব নব দেশে, সিন্ধুতীরে কুঞ্জবনে নব নব বসন্তের আনন্দউদ্দেশে ; ওগো মৃত্যু কেন তুই এখনি তাহার নীড়ে বসেছিস্ এসে ? তা’র সব ভালবাসা আঁধার করিতে চাস তুই ভালবেসে ? এ যদি সত্যই হয় মৃত্তিকার পৃথ্বী পরে মুহূৰ্ত্তের খেলা, এই সব মুখোমুখী এই সব দেখাশোনা ক্ষণিকের মেলা, প্রাণপণ ভালবাসা সেও যদি হয় শুধু মিথ্যার বন্ধন, পরশে খসিয়া পড়ে, তা’র পরে দণ্ড দুই অরণ্যে ক্ৰন্দন, Ꮌ>