পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্তবহীন তাই রয়েছি দাড়ায়ে সারাটি ক্ষণ, আনিয়াছি গীতহীন৷ আমার প্রাণের একটি যন্ত্র বুকের ধন ছিন্নতন্ত্রী বীণা ৷ ওগো ছিন্নতন্ত্রী বীণা দেখিয়া তোমার গুণিজন সবে হাসিছে করিয়া ঘৃণা । তুমি যদি এরে লহ কোলে তুলি’, তোমার শ্রবণে উঠিবে আকুলি’ সকল অগীত সঙ্গীতগুলি, হৃদয়াসীনা। ছিল যা আশায় ফুটাবে ভাষায় ছিন্নতন্ত্রী বীণা ৷ দেবি ! এ জীবনে আমি গাহিয়াছি বসি অনেক গান, পেয়েছি অনেক ফল ; সে আমি সবারে বিশ্বজনারে করেছি দান, ভরেছি ধরণীতল। যার ভালো লাগে সেই নিয়ে যাক, । যত দিন থাকে ততদিন থাক যশ অপযশ কুড়ায়ে বেড়াক ধূলার মাঝে । ←ᏄᏬ