পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিত্রা

মিছে আনিয়াছ আজি
বসন্ত কুসুমরাজি
দিতে উপহার;
নীরবে আকুল চোখে
ফেলিতেছে বৃথা শােকে
নয়নাশ্রুধার;
ছিলে যারা রােষভরে
বৃথা এত দিন পরে
করিছ মার্জনা।
অসীম নিস্তব্ধ দেশে
চিররাত্রি পেয়েছে সে
অনন্ত সান্ত্বনা।

গিয়েছে কি আছে বসে,
জাগিল কি ঘুমাল সে
কে দিবে উত্তর?
পৃথিবীর শ্রান্তি তারে
ত্যজিল কি একেবারে,
জীবনের জ্বর?
এখনি কি দুঃখ সুখে
কর্ম্মপথ অভিমুখে
চলেছে আবার?

২৫২