পাতা:কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড).pdf/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিত্র প্রথম সে তনুখানি দেখা দিবে প্রথম প্রভাতে, সৰ্ব্বাঙ্গ কাদিবে তব নিখিলের নয়ন আঘাতে বারি বিন্দুপাতে। অকস্মাৎ মহাম্বুধি অপূর্ব সঙ্গীতে র’বে তরঙ্গিতে । ফিরিবে না ফিরিবে না—অস্ত গেছে সে গৌরবশশী, অস্তাচলবাসিনী উর্বর্বশী । তাই আজি ধরাতলে বসন্তের আনন্দ উচ্ছাসে কার চিরবিরহের দীর্ঘশ্বাস মিশে বহে আসে, পূর্ণিমানিশীথে যবে দশদিকে পরিপূর্ণ হাসি, দূরস্কৃতি কোথা হ’তে বাজায় ব্যাকুল-করা বাঁশি, ঝরে অশ্র-রাশি । তবু আশা জেগে থাকে প্রাণের ক্ৰন্দনে অয়ি অবন্ধনে । ২৩শে অগ্রহায়ণ, b Do R