পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা প্ৰস্তু । অনেক দুঃখে বুদ্ধিটা এই রকম হয়েছে ! এই যে সেদিন কোথা থেকে এক রাজা বেরল, নামের গোড়ায় তিনশো পয়তাল্লিশটা গ্ৰী লাগিয়ে ঢাক পিটুতে পিটতে সহর ঘুরে বেড়াল—তামি তা'র পিছনে কি কম ফিরেছি ? কত ভোগ দিলেম, কত সেবা করলেম, ভিটেমাটি বিকিয়ে যাবার জো হ’ল | শেষকলে তা’র রাজগিরি রইল কোথায় ? লীকে যখন তা’র কাছে তালুক চায়, মুলুক চায় সে তখন পাজিপুথি খুলে শুভদিন কিছুতেই খুজে পায় না । কিন্তু তামাদেব কাছে খাজনা নে পর বেলায় মঘা অশ্লেষ। ত্র্যসম্পর্শ কিছুই ত বাপত না । ১য পদাতিক । তা হে কুন্তু, তামাদের রাজাকে তুমি সেই রকম মেকি রাজা বলতে চা ও ! ১ম পদাতিক। ওহে খুড়শ্ব শুর, এবার খুড়শা শুড়ির কাছে থেকে বিদায় নিয়ে এস গে, তার দেরি নেই । কুম্ভ । না বাব, রাগ কোরে না । আমি কান মলচি, নাকে পং দিচ্চি-—যতদূর সরতে বল তত দূরই সরে দাড়াতে রাক্তি আছি । ২য় পদাতিক । আচ্ছা বেশ, এই খানে সার বেঁধে দড়িয়ে থাক । রাজা এলেন বলে”—তামরা এগিয়ে গিয়ে حمي বাস্তা ঠিক করে রাখি । ( পদাতিকদের প্রস্থান )