পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা দেখে মনে হচ্চে দাড়িয়ে আছি কিন্তু পায়ের তলায় যেন মাটি নেই ! ভবদত্ত। দেখ ভাই কৌণ্ডিল্য, আসল কথাটা হচ্চে এদের মূলেই রাজা নেই। সকলে মিলে একটা গুজব রটিয়ে রেখেছে । কৌণ্ডিল্য । তামারো ত তাই মনে হয়েছে । আমরা ত জানি—-দেশের মধ্যে সকলের চেয়ে বেশি করে? চোখে পড়ে রাজ ; নিজেকে খুব কষে’ না দেখিয়ে সে ত ছাড়ে না । জনাদন । কিন্তু এ রাজ্যে আগাগোড়া যেমন নিয়ম দেখছি রাজা না থাকলে ত এমন হয় না । ভবদত্ত । এতকাল রাজার দেশে বাস করে এই বুদ্ধি হ’ল তোমার ? নিয়মই যদি থাকবে তাহ’লে রাজা থাকবার আর দরকার কি ? জনাদন । এই দেখ না আজ এত লোক মিলে আনন্দ করচে, রাজা না থাকলে এরা এমন করে মিলতেই পারত না । ভবদত্ত । ওহে জনাৰ্দ্দন, আসল কথাটাই যে তুমি এড়িয়ে যাচ্চ । একটা নিয়ম আছে সেটা ত দেখোঁচ, উৎসব হচ্চে সেটাও স্পষ্ট দেখা যাচ্চে, সেখানে ত কোনো গোল বাধচে না—কিন্তু রাজা কোথায়, তাকে দেখলে কোথায় সেইটে বল ! (يالي 9–5