পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা রোহিণী । তবু, রাজকণ্ঠের অনাদরের মালাকেও অনাদর করি এমন স্পদ্ধ আমার নয় । সুদৰ্শন । এ অবজ্ঞার মাল। তোর গলায় দেখতে আমার ভালো লাগচে না ! দে ওটা খুলে দে ! ওর বদলে আমার হাতের কঙ্কণটা তোকে দিলুম—এই নিয়ে তুই চলে’ যা ! ( রোহিণীর প্রস্থান ) হার হ’ল, আমার হার হ’ল । এ মালা ছড়ে ফেলে দে ওয়া উচিত ছিল—পারল্ম ন! ! এযে কাটার মালার মত আমাৰ আঙুলে বিধৃচে তবু তাগ করতে পারলুম না । উৎসব-দেবতার হাত থেকে এই কি আমি পেলুম— এই আগৌরবের মলি ! Wう○。