পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৬৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগর গিরি করবরে জয় যাব তাদের লঙ্ঘি” । একলা পথে করিনে ভয়, সঙ্গে ফেরেন সঙ্গী। আপন ঘোরে আপনি মেতে আছে ওরা গণ্ডী পেতে, ঘর ছেড়ে আঙিনায় যেতে বাধবে ওদের বাধবে । কঁদিবে ওরা কঁদিবে। জাগবে ঈশান, বাজবে বিষাণ পুড়বে সকল বন্ধ । উড়বে হাওয়ায় বিজয়-নিশান ঘুচুবে দ্বিধাদ্বন্দ্ব। মৃত্যুসাগর মথন করে অমৃতরস আনব হরে’ ওরা জীবন আঁকড়ে ধরে’ মরণ-সাধন সাধবে। কাদবে ওরা কঁদিবে। ৬ই জ্যৈষ্ঠ ১৩২১ রামগড় やQ> বলাক