পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৪৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ ভাদ্র এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো । মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ে । হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, ব’য়ে ব’য়ে বেড়ায় সে তা’র যা কিছু সঞ্চয় । হাতখানি ঐ বাড়িয়ে আন, দাও গো আমার হাতে, ধরব তা’রে, ভরব তা’রে, রাখব তা’রে সাথে,— একলা পথের চলা আমার করব রমণীয়। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ে৷ ৷ 영용