পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৬৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপূৰ্ব্ব অদ্ভুত ছন্দে গানে উঠিয়াছে অলক্ষ্যের পানে যেথা তব বিরহিণী প্রিয়া রয়েচে মিশিয়া প্রভাতের অরুণ-আভাসে, ক্লাস্ত-সন্ধা দিগন্তের করুণ নিশ্বাসে, পূর্ণিমায় দেহহীন চামেলির লাবণ্য-বিলাসে, কাঙাল নয়ন যেথা দ্বার হ’তে আসে ফিরে ফিরে । তোমার সৌন্দর্যাদৃত যুগযুগ ধরি’ এড়াইয়া কালের প্রহরী চলিয়াছে বাক্যহার এই বার্তা নিয়া “ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া ।” চলে’ গেচ তুমি আঙ্গ, भशब्राख्छ : রাজ্য তৰ স্বপ্নসম গেচে ছুটে সিংহাসন গেচে টুটে ; yNety*