পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতি-মাল্য Wり○ কার হাতে এই মালা তোমার পাঠালে আজ ফাগুন দিনের সকালে । তা’র বণে তোমার নামের বেখা, গন্ধে তোমার ছন্দ লেখা, সেই মালাটি বেঁধেচি মোর কপালে, আজ ফাগুন দিনের সকালে | গানটি তোমার চলে এল আকাশে আঞ্জ ফাগুন দিনের বাতাসে । ওগো আমার নামটি তোমার স্বরে কেমন করে দিলে জুড়ে লুকিয়ে তুমি ঐ গানেরি আড়ালে, আজ ফাগুন দিনের সকালে । ১৮ই कांग्लन, 3७२ * শক্তিনিকেতন جون 9