পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ф • অন্ধকার ঘর সুরঙ্গমা। প্রভু, যে আদর কেড়ে নিয়েছ সে অাদর আর ফিরিয়ে দিয়ে না ; আমি তোমার চরণের দাসী, তামাকে সেবার অধিকার দাও ! রাজা । আমাকে সইতে পারবে ? সুদৰ্শন । পারব রাজা পারব ! আমার প্রমোদবনে আমার রাণীর ঘরে তোমাকে দেখতে চেয়েছিলুম বলেই তোমাকে এমন বিরূপ দেখেছিলুম—সেখানে তোমার দাসের অধম দাসকেও তোমার চেয়ে চোখে সুন্দর ঠেকে। তোমাকে তেমন করে দেখবার তৃষ্ণা আমার একেবারে ঘুচে গেছে—তুমি সুন্দর নও প্রভু সুন্দর নও, তুমি অনুপম! রাজা । তোমারি মধ্যে আমার উপমা আছে । সুদৰ্শন । যদি থাকে ত সেও অনুপম । আমার মধ্যে তোমার প্রেম আছে সেই প্রেমেই তোমার ছায়া পড়ে, সেইখানেই তুমি আপনার রূপ আপনি দেখতে পাও— সে আমার কিছুই নয়, সে তোমার । > 8૨