পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৭৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o এইক্ষণে মোর হৃদয়ের প্রান্তে আমার নয়ন-বাতায়নে যে-তুমি রয়েচ চেয়ে প্রভাত-আলোতে সে-তোমার দৃষ্টি যেন নানা দিন নানা রাত্ৰি হ’তে রহিয়া রহিয়! চিত্তে মোর আনিছে বহিয়া নীলিমার অপার সঙ্গীত, নিঃশব্দের উদার ইঙ্গিত । আজি মনে হয় লারেবারে যেন মোর স্মরণের দূর পরপারে দেখিয়াছ কত দেখা কত যুগে, কত লোকে, কত চোখে, কত জনতায়, কত এক সেই-সব দেখা আক্তি শিহরিচে দিকে দিকে স্বাসে ঘাসে নিমিখে নিমিখে, ' বেণুবনে ঝিলিমিলি পাতার কলক-ঝিকিমিকে। ግ88