পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন পঞ্চক। কিন্তু দাদাঠাকুর, আমি কেবল একলা, একলা, ওরা আমাকে সবাই ঠেলে রেখে দেবে । দাদাঠাকুর । ওর তোমাকে গ্রহণ করতে চাচ্চে না, সেই জন্যেই ওখানে তোমার সব চেয়ে দরকার। ওর তোমাকে ঠেলে দিচ্চে বলেই তুমি ওদের ঠেলতে পারবে না । পঞ্চক । আমাকে কি করতে হবে ? দাদাঠাকুর । যে যেখানে ছড়িয়ে আছে সবাইকে ডাক দিয়ে অনিতে হলে ; পঞ্চক সবাইকে কি কুলনে ? দাদাঠাকুর ; ন মদি কুলয় তাহ'লে এমনি করে’ দেয়াল আবার আর-একদিন ভাঙতেই হবে সেই বুঝে গেথে —আমার আর কাজ বাড়িয়ে মা পঞ্চ ক শেণিপংি শুদে র--- দাদাঠাকুর ; চা, ওদের ও ডেকে এনে বসাতে হবে, ওর একটু বসতে শিখুক । পঞ্চক । ওদের পসিয়ে রাখ; ? সবরমাশ ৩া'র চেয়ে ওদের ভাঙতে চুরতে দিলে ওর বেশি ঠাণ্ড থাকে। ওরা যে কেবল ছট্‌ফট্‌ করাকেই মুক্তি মনে করে । দাদাঠাকুর । ছোট ছেলেকে পাক। বেল দিলে সে খসি হ’য়ে মনে করে এট খেলার গোলা ! কেবল সেটাকে গড়িয়ে নিয়ে বেড়ায় । ওরাও সেই রকম ミ○○