পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা তারই পায়ের শব্দ । ( জনান্তিকে ) সুবর্ণ তামনতর সঙ্কুচিত হ’য়ে আমার আড়ালে আপনাকে লুকিয়ে রেখো না । তোমার হাতে আমার রাজছত্ৰ কাপ্‌চে যে ! ( যোদ্ধবেশে ঠাকুর্দার প্রবেশ ) কলিঙ্গ । ও কি ও ? এ কে ? পাঞ্চাল । বিনা আহবানে প্রবেশ করে লোকটী কে হে ! বিরাট । স্পদ্ধা ত কম নয়। কলিঙ্গরাজ তুমি একে রোধ কর । কলিঙ্গ । আপনার বয়োজ্যেষ্ঠ থাকতে আমার অগ্রসর হওয়া অশোভন হবে । বিদর্ভ । শোনা যাকু না কি বলে । ঠাকুর্দা । রাজ এসেছেন । বিদৰ্ভ । ( সচকিত হইয়া ) রাজা ? পাঞ্চল । কোন রাজা ? কলিঙ্গ । কোথাকার রাজা ? ঠাকুদা। আমার রাজা । বিরাট । তোমার রাজা ? কলিঙ্গ । কে ? কোশল । কে সে ? ঠাকুদ্দা । আপনারা সকলেই জানেন তিনি কে। তিনি এসেছেন । Σ Σ ώ