পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৬৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9–78 লুকিয়ে তোমার অমরপুরী ধূলা-অস্থর করে চুরি, তাহারে আজ মরণ আঘাত হেনেচ ? হেনেচি ৷ 8 নবীন রূপের গান এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুণে’, দেখা পেলেম ফাল্গুনে । বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয় এ কি গো বিস্ময় ! অবাক আমি তরুণ গলার গান শুনে । গন্ধে উদাস হাওয়ার মত উড়ে তোমার উত্তরী, কৰ্ণে তোমার কৃষ্ণচুড়ার মঞ্জরী। তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়— এ কি গো বিস্ময় ! অস্ত্র তোমার গোপন রাখ কোন তৃণে ! ৬১৭