পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন পঞ্চক। কেন আদেশ করবেন না প্রভু ? তাচৰ্য্য । কেন ? বলদ বৎস ? তোমকে যখন দেখি তামি মুক্তিকে যেন চোখে দেখতে পাই । এত চাপে ও যখন দেখলুম তোমার মধ্যে প্রাণ কিছুতেই মরতে চায় না তখনই আমি প্রথম বুঝতে পারলুম মানুষের মন মন্ত্রের চেয়ে সত্য, হাজার বছরের অতি প্রাচীন তাচারের চেয়ে সত্য । যা ও বৎস, তোমার পথে তুমি যা ও ৷ তামাকে কেনে কথা জিজ্ঞাসা কেরো না । পঞ্চক । আচর্মদেব, তাপনি জানেন না কিন্তু তাপনিই তামাকে নিয়মের চক{র নীচে থেকে টেনে নিয়েচেন । সাচাৰ্য্য । কেমন করে বৎস ? পঞ্চক । তা জানিনে, কিন্তু তাiপনি তামাকে এমন একটা কিছু দিয়েচেন যা আচারের চেয়ে নিয়মের চেয়ে অনেক বেশি । আচাৰ্য্য । তুমি কি কর না কর আমি কোনো দিন জিজ্ঞাসা করিনে, কিন্তু আজ একটা কথা জিজ্ঞাসা করব । তুমি কি অচলায়তনের বাইরে গিয়ে শোণপাংশু জাতির সঙ্গে মেশ ? পঞ্চক। আপনি কি এর উত্তর শুনতে চান ? আচাৰ্য্য । না, না, থাক, বোলো না । কিন্তু শোণপাংশুরা যে অত্যন্ত মেচছ । তাদের সহবাস কি— ›ዓዓ 9一23