পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৫০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গীতালি 6 (t অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে’ ? আকাশ কাপে তারার আলোর গানের ঘোরে। তেমনি করে আপন হাতে ছুলে আমার বেদনাতে, নূতন স্বষ্টি জাগল বুঝি জীবন-পরে । বাজে বলেই বাজাও তুমি s সেই গরবে ওগো প্ৰভু আমার প্রাণে সকল স’বে। বিষম তোমার বহ্নিঘাতে বারেবারে আমার রাতে জ্বালিয়ে দিলে নুতন তারা 8bro