পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অচলায়তন চণ্ডক—তা’র কি জানি ভারি লোভ হয়েচে ; সে ভেবেচে তোমাদের কোনো গুরুর কাছে মন্ত্র নিয়ে আশ্চর্যা কি একটা ফল পাবে--- তাই সে লুকিয়ে চলে’ গেচে । তৃতীয় শোণপাংশু । কিন্তু শোণপাংশ বলে কেউ তাকে মন্ত্র দিতে চায় না ; সে- ত চড়িল ব ছেলে নয় সে লেগেই রয়েচে । তোমরা মন্ত্র দ্য ও না বলেই মন্ত্র আদায় করবার জন্যে তা’র এ জেদ । প্রথম শোণপাংশু । কিন্তু পঞ্চক দাদা, আমাদের ছুলে কি তোমার গুরু রাগ করবেন ? পঞ্চক । বলতে পারি নে—কি জানি যদি অপরাধ নেন ! ওরে, তোর যে সব চ সৰ্প রকম কাজ চ করিস— সেইটে যে বড় দোষ ! তোর চাষ কপিস ত ? প্রথম শোণপাংশু । চাষ কর বই কি, পুপ করি । পুথিপতে জন্মেচি পৃথিবীকে সেটা খুব কমে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি ! গান আমরা চাষ করি আননে । মাঠে মাঠে বেলা কাটে সকাল হ’তে সন্ধ্যে । রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে । >bや