পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজা —এখন দেখতে দেখতে রং ফিরে যাবে।—আর এই আমাদের রাণীকে দেখ—ও নিজের উপর ভারি রাগ করেছিল—মনে করেছিল গয়না ফেলে দিয়ে নিজের ভুবনমোহন রূপকে লাঞ্ছন দেবে—কিন্তু সে রূপ অপমানের আঘাতে আরো ফুটে পড়েছে—সে যেন কোথাও আর কিছু ঢাকা নেই । তামাদের রাজ্যটির নিজের নাকি রূপের সম্পর্ক নেই তাই ত এই বিচিত্র রূপ সে এত ভালবাসে, এই রূপই ত তা’র বক্ষের অলঙ্কার । সেই রূপ আপনার গলেবর তাবরণ লুচিয়ে দিয়েছে—আজি আমার রাজার ঘরে কি স্তরে যে এতক্ষণে বাণ বেজে উঠেছে তাই শোনবার জন্যে প্রাণটা ছটফট করচে । স্তরঙ্গম। । ঐ যে সূৰ্য্য উঠ ল ! Ꮌ8Ꮌ