পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペ ব্যথার বেশে এল আমার দ্বারে কোন অতিথি, ফিরিয়ে দেবনারে । জাগাব বসে’ সকল রাতি ; ঝড়ের হাওয়ায় ব্যাকুল বাতি আগুন দিয়ে জ্বালব বারেবারে । আমার যদি শক্তি নাহি থাকে ধরার কান্না আমায় কেন ডাকে ? দুঃখ দিয়ে জানাও, রুদ্র, ক্ষুদ্র আমি নই ত ক্ষুদ্র, ভয় দিয়েচ ভয় করিনে তা’রে । ব্যথা যখন এল আমার দ্বারে তা’রে আমি ফিরিয়ে দেবনারে ২১ আশ্বিন শান্তিনিকেতন @ S >