পাতা:কাব্যগ্রন্থ (নবম খণ্ড).pdf/৬৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

योङ्गुनी এতদিন বসন্ত তা’র চোখের জলটা আমাদের কাছে লুকিয়ে ছিল । ভেবেছিল আমরা বুঝতে পারব না, আমরা যে যৌবনে তুরন্ত । আমাদের কেবল হাসি দিয়ে ভুলোতে চেয়েছিল । কিন্তু আজ আমরা আমাদের মনকে মজিয়ে নেব এই সমুদ্রপারের দীর্ঘনিশ্বাসে ! প্রিয়া এই পৃথিবী আমাদের প্রিয়া । এই সুন্দরী পৃথিবী । সে চাচ্চে আমাদের যা আছে সমস্তই— আমাদের হাতের স্পর্শ, আমাদের হৃদয়ের গান— চাচ্চে যা আমাদের আপনার মধ্যে আপনার কাছ থেকেও লুকিয়ে আছে । ওযে কিছু পায় কিছু পায় না, এই জন্যেই ওর কান্না । পেতে পেতেই সব হারিয়ে যায় । ওগো পৃথিবী, তোমাকে আমরা ফাকি দেব না ! গান আমি যাব না গে। অম্‌নি চলে । মালা তোমার দেব গলে । অনেক মুখে অনেক কুখে তোমার বাণী নিলেম বুকে, ফাগুন শেষে যাবার বেলা আমার বাণী যাব বলে । V2ミ>