পাতা:প্রাচ্য ও পাশ্চাত্য - দ্বাদশ সংস্করণ.pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচ্য ও পাশ্চাত্য মাত্র। সেইরূপ, প্রত্যেক জাতের একটা জাতীয় ভাব আছে। এই ভাব জগতের কার্য্য করছে—সংসারের প্রত্যেক স্থিতির জন্য আবশ্বক। যে দিন সে জাতির আবশ্বকতাটুকু চলে যাবে, সেদিন সে জীবনোদগু জাত বা ব্যক্তির নাশ হবে । আমরা বিভিন্ন ভারতবাসী যে এত দুঃখ-দারিদ্র্য, ঘরেবাইরে উৎপাত সয়ে বেঁচে আছি, তার মানে, আমাদের একটা জাতীয় ভাব আছে যেটা জগতের জন্য এখনও আবখ্যক । ইউরোপীদের তেমনি একটা জাতীয় ভাব আছে, যেটা না হলে সংসার চলবে না ; তাই ওরা প্রবল। একেবারে নিঃশক্তি হলে কি মানুষ আর বঁাচে ? জাতিটা ব্যক্তির সমষ্টিমাত্র ; একেবারে নিঃশক্তি নিষ্কৰ্ম্ম হলে জাতটা কি বাচবে ? হাজার বছরের নানারকম হাঙ্গামায় জাতটা মলো না কেন ? আমাদের রীতিনীতি যদি এত খারাপ, ত আমরা এতদিনে উৎসন্ন গেলাম না কেন ? বিদেশী বিজেতাদের চেষ্টার ক্রটি কি হয়েছে ? তবু সব হিছ মরে লোপাট হল না কেন —অন্যান্ত অসভ্য দেশে যা হয়েছে ? ভারতের ক্ষেত্র জনমানবহীন হয়ে কেন গেল না, বিদেশীরা তখুনিই ত এসে চাষ-বাস করে বাস করতে, যেমন আমেরিকায়, অষ্ট্রেলিয়ায়, আফ্রিকায় হয়েছে এবং 8