পাতা:প্রাচ্য ও পাশ্চাত্য - দ্বাদশ সংস্করণ.pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচ্য ও পাশ্চাত্য আমেরিকায় এখন জলশুদ্ধির বড়ই ধূম। এখন ঐ যে ফিলটার, ওর দিন গেছে চুকে। অর্থাৎ ফিলটার জলকে ছেকে দেয় মাত্র, কিন্তু রোগের বীজ যে সকল কীটাণু তাতে থাকে, ওলাউঠা প্লেগের বীজ, তা যেমন তেমনি থাকে ; অধিকন্তু , ফিলটারটি স্বয়ং ঐ সকল বীজের জন্মভূমি হয়ে দাড়ান। কল কেতায় যখন প্রথম ফিলটার করা জল হল, তখন পাচ বৎসর নাকি ওলাউঠা হয় নাই ; তারপর যে-কে সেক্ট, অর্থাৎ সে ফিলটার মশাই এখন স্বয়ং ওলাউঠা বীজের আবাস হয়ে দাড়াচ্ছেন। ফিলটারের মধ্যে দিশি তেকাঠার ওপর ঐ যে তিন কলসীর ফিলটার উনিই উত্তম, তবে তু তিন দিন অন্তর বালি বা খয়লা বদলে দিতে হবে বা পুড়িয়ে দিতে হবে। আর ঐ যে একটু ফট কিরি দেওয়া গঙ্গাতীরস্থ গ্রামের অভ্যাস, ঐটি সকলের চেয়ে ভাল। ফট কিরির গুড়ো যথাসম্ভব মাটি ময়লা ও রোগের বীজ সঙ্গে নিয়ে আস্তে আস্তে তলিয়ে যান। গঙ্গাজল জালায় পুরে একটু ফট কিরির গুড়ে দিয়ে থিতিয়ে যে আমরা ব্যবহার করি, ও তোমার বিলিতি ফিলটার-মিলটারের চোদ-পুরুষের মাথায় ঝাটা মারে, কলের জলের শো বাপন্ত করে । তবে জল ফুটিয়ে নিতে পারলে নির্ভয় বটে। ফট কিfর-থিতোন জল Qや