পাতা:প্রাচ্য ও পাশ্চাত্য - দ্বাদশ সংস্করণ.pdf/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচ্য ও পাশ্চাত্য তিনটি বর্তমান জাতির তুলনা কর, যাদের ইতিহাস ফরাসী, ইংরাজ তোমরা অল্পবিস্তর জান-ফরাসী, ইংরেজ, : হিন্দু। রাজনৈতিক স্বাধীনতা ফরাসী সমর্থন জাতি-চরিত্রের মেরুদণ্ড । প্রজারা সব অত্যাচার অবাধে সয়, করভারে পিষে দাও, কথা নেই ; দেশশুদ্ধকে টেনে নিয়ে জোর করে সেপাই কর, আপত্তি নেই ; কিন্তু যেই সে স্বাধীনতার উপর হাত কেউ দিয়েছে, অমনি সমস্ত জাতি উন্মাদবৎ প্রতিঘাত করবে। কেউ কারুর উপর চেপে বসে হুকুম চালাতে পাবে না, এইটিই ফরসী চরিত্রের মূলমন্ত্র। জ্ঞানী মূখ্য ধনী দরিদ্র উচ্চ-বংশ নীচ-বংশ রাজ্য-শাসনে সামাজিক-স্বাধীনতায় আমাদের সমান অধিকার।’ এর ওপর হাত কেউ দিতে গেলেই তাকে ভুগতে হয় । ইংরাজ-চরিত্রে ব্যবসা-বুদ্ধি আদান-প্রদান প্রধান ; যথাভাগ স্যায়বিভাগ, ইংরাজের আসল কথা । রাজা, কুলীনজাতি-অধিকার, ইংরেজ ঘাড় হেঁট করে স্বীকার করে ; কেবল যদি গাট থেকে পয়সাটি বার করতে হয়, ত তার হিসাব চাইবে । রাজা আছে, বেশ কথা—মান্য করি, কিন্তু টাকাটি যদি তুমি চাও ত তার-কাৰ্য্য-কারণ হিসাব-পত্রে আমি হু কথা বলব বুঝবে, তধে দেব। 는 ●