পাতা:প্রাচ্য ও পাশ্চাত্য - দ্বাদশ সংস্করণ.pdf/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচ্য ও পাশ্চাত্য গাইয়ে নৰ্ত্তকী এই মহানগরীতে প্রথম প্রতিষ্ঠা লাভ করতে পারলে, আর সব দেশে সহজেই প্রতিষ্ঠ হয়। আমাদের দেশে এই পারি নগরীর বদ্‌নামই শুনতে পাওয়া যায়,—এ পারি মহাকদর্ঘ্য বেশ্বাপূর্ণ নরককুণ্ড । অবশ্ব এ কথা ইংরেজেরাই বলে থাকে, এবং অন্ত দেশের যে সব লোকের পয়সা আছে এবং জিহোপস্থ ছাড়া দ্বিতীয় ভোগ জীবনে অসম্ভব, তারা অবশ্য বিলাসময় জিহোপস্থের উপকরণময় পারিই দেখে ! কিন্তু লগুন বার্লিন ভিয়েনা নিউইয়র্কও ঐ বারবনিতাপূর্ণ ভোগে উদ্যোগপূর্ণ ; তবে তফাৎ এই যে, অন্য দেশের ইন্দ্রিয়চর্চা পশুবৎ, পারিসের, সভ্য পারির ময়লা সোণার পাত মোড়া ; বুনোশোরের পাকে লোটা আর ময়ূরের পেখম-ধরা নাচে যে তফাৎ, অন্যান্য সহরের পৈশাচিক ভোগ আর এ পারির বিলাসের সেই তফাৎ। । ভোগ-বিলাসের ইচ্ছা কোন জাতে নেই বল ? নইলে স্থনিয়ায় যার দুপয়সা হয়, সে অমনি পারি নগরী অভিমুখে ছোটে কেন? রাজা বাদসারা চুপিসাড়ে নাম ভাড়িয়ে এ বিলাস-বিবৰ্ত্তে স্নান করে পবিত্র হতে আসেন কেন ? ইচ্ছা—সৰ্ব্বদেশে, উদ্যোগের ゲや