পাতা:প্রাচ্য ও পাশ্চাত্য - দ্বাদশ সংস্করণ.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচ্য ও পাশ্চাত্য সিকন্দর-সী ইরাণ জয় করে, ধুতি-চাদর ফেলে ইজার পরতে লাগলেন। তাতে র্তার স্বদেশী সৈন্যেরা এমন চটে গেল যে বিদ্রোহ হবার মত হয়েছিল। মোদ, সিকন্দর নাছাড় পুরুষ—ইজার-জামা চালিয়ে দিলেন । গরমদেশে কাপড়ের দরকার বড় হয় না। কেীপীনমাত্রেই লজ্জানিবারণ, বাকি কেবল অলঙ্কার । ঠাণ্ডাদেশে শীতের চোটে অস্থির, অসভ্য অবস্থায় জানোয়ারের ছাল টেনে পরে, ক্রমে কম্বল পরে, ক্রমে জামাপাজামা ইত্যাদি নানান খান হয়। তারপর আছড়গায়ে গয়না পরতে গেলেইত ঠাণ্ডায় মৃত্যু, কাজেই অলঙ্কার-প্রিয়তাটা ঐ কাপড়ের উপর গিয়ে পড়ে। যেমন আমাদের দেশের গয়নার ফ্যাসান বদলায়, এদের তেমনি ঘড়ি-ঘড়ি বদলাচ্ছে কাপড়ের ফ্যাসান। ঠাণ্ডাদেশমাত্রেই এজন্য সৰ্ব্বদা সৰ্ব্বাঙ্গ না ঢেকে কারুর সামনে বেরুবার যে নেই। বিলেতে ঠিক ঠিক পোষাকটি না পরে ঘরের বাইরে যাবার যে নেই। পাশ্চাত্যদেশের মেয়েদের পা দেখান বড়ই লজ্জা কিন্তু গলা ও বুকের খানিকট। দেখান যেতে পারে। আমাদের দেশে মুখ দেখান বড়ই লজ্জা ; কিন্তু সে ঘোমটা টানার চোটে সাড়ী কোমরে ওঠেন উঠুন, তায় १२