পাতা:প্রাচ্য ও পাশ্চাত্য - দ্বাদশ সংস্করণ.pdf/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচ্য ও পাশ্চাত্য বাস শিখলে, পশুপালন করতে শিখ লে। বনের ... জানোয়ারকে বশে এনে নিজের কাজ স্থায় মানুষ করাতে লাগলো। অথবা সময়মত আহাধানী রেরও জন্য জানোয়ার পালতে লাগলো। গরু, ঘোড়া, শূকর, হাতি, উট, ভেড়া, ছাগল, মুরগি প্রভৃতি পশুপক্ষী মানুষের গৃহপালিত হতে লাগলো। এর মধ্যে কুকুর হচ্ছেন মানুষের আদিম বন্ধু। আবার চাষবাস আরম্ভ হলো। যে ফল-মূল শাক সবজি ধান-চাল মানুষে খায়, তার বুনো অবস্থা আর এক রকম। এ মানুষের যত্নে বুনো ফল বুনো ঘাস, নানাপ্রকার স্থখাদ্য বৃহৎ ও উপাদেয় ফলে পরিণত হলো । প্রকৃতিতে আপন! আপনি দিনরাত অদল-বদল ত হচ্ছেই। নানাজাতের বৃক্ষ লতা পশু পক্ষী শরীরসংসর্গে দেশ-কাল পরিবর্তনে নবীন নবীন জাতির সৃষ্টি হচ্ছে । কিন্তু মানুষ-স্মৃষ্টির পূর্ব পর্য্যন্ত প্রকৃতি ধীরে ধীরে তরুলতা, জীবজন্তু বদলাচ্ছিলেন, মানুষ জন্মে অবধি সে হুড়মুড় করে বদলে দিতে লাগলো। সা-সঁা করে একদেশের গাছপালা জীবজন্তু অন্য দেশে মানুষ নিয়ে যেতে লাগলো, তাদের পরম্পর মিশ্রণে নানাপ্রকার অভিনব জীবজন্তুর, গাছপালার জাত মানুষের দ্বারা স্থষ্টি হতে লাগলো। సెనె পরে কৃষিজীবী