পাতা:প্রাচ্য ও পাশ্চাত্য - দ্বাদশ সংস্করণ.pdf/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচ্য ও পাশ্চাত্য কয়েক শতাব্দীর পর যখন তুর্ক প্রভৃতি তাতার জাতি বৌদ্ধধৰ্ম্ম ছেড়ে মুসলমান হলো, তখন এই তুর্কিরা সমভাবে হিন্দু, পার্শি, আরাব, সকলকে দাস করে ফেললে। ভারতবর্ষের সমস্ত মুসলমান বিজেতার মধ্যে একদলও আরবি, বা পাশি নয় সব তুর্কাদি তাতার। রাজপুতানায় সমস্ত আগন্তুক মুসলমানের নাম তুর্ক—তাই সত্য, ঐতিহাসিক। রাজপুতানার চারণ যে গাইলেন, "তুরুগণকে বঢ়ি জোর’, তাই ঠিক । কুতুবউদ্দিন হতে মোগল বাদসাই পৰ্য্যন্ত, ও সব তাতার, যে জাত তিব্বতি, সেই জাত ; কেবল হয়েছেন মুসলমান, আর হিন্থ পারসি বে করে বদলেছেন, চাকামুখ ৷ ও সেই প্রাচীন অমুর বংশ । আজও কাবুল, পারস্য, আরব্য, কনষ্টান্টিনোপোলে সিংহাসনে বসে রাজত্ব করছেন, সেই অম্বর তাতার ; গান্ধারি, ফারসি, আবার সেই তুরষ্কের গোলামী কচ্ছেন। বিরাট্‌ চীনসাম্রাজ্যও সেই তাতার মাঞ্চুর পদতলে, তবে সে মাঞ্চ নিজের ধৰ্ম্ম ছাড়েনি, মুসলমান হয়নি, মহালামার চেলা । এ অমুর জাত কস্মিনকালে বিদ্যাবুদ্ধির চর্চা করে না, জানে মাত্র লড়াই। ও রক্ত না মিশলে, যুদ্ধবীৰ্য বড় হয় না। উত্তর ইউরোপ, বিশেষ রুষের প্রবল যুদ্ধবীৰ্য্য সেই তাতার। রুষ তিন eసె