পাতা:প্রাচ্য ও পাশ্চাত্য - দ্বাদশ সংস্করণ.pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&tbs & olfabios হতে পারে হু এক জায়গায় আৰ্য আর বুনোদের যুদ্ধ হয়েছে, হতে পারে ই একটা ধূৰ্ত্ত মুনি রাক্ষসদের জঙ্গলের মধ্যে ধূনি জালিয়ে বসেছিল। মট্কা মেরে চোখ বুজিয়ে বসেছে, কখন রাক্ষসেরা ঢিল ঢেলা হাড়গোড় ছোড়ে। যেমন হাড়গোড় ফেলা, অমনি নাকি কান্না ধরে রাজাদের কাছে গমন । রাজারা লোহার জামাপরা, লোহার অস্ত্রশস্ত্র নিয়ে ঘোড়া চড়ে এলেন ; বুনো হাড় পাথর ঠেঙ্গা নিয়ে কতক্ষণ লড়বে ? রাজার মেরে ধরে চলে গেল ! এ হতে পারে ; কিন্তু এতেও বুনোদের জঙ্গল কেড়ে নিয়েছে, কোথায় পাচ্ছ ? অতি বিশাল নদনদীপূৰ্ণ, উষ্ণ প্রধান, সমতল ক্ষেত্র —আর্য্যসভ্যতার তাত । আর্য্য প্রধান, iনাপ্রকার স্বসভ্য, অৰ্দ্ধসভ্য, অসভ্য মানুষ—এ বস্ত্রের তুলো, এর টানা হচ্ছে—বর্ণাশ্রমাচার । এর পোড়েন— প্রাকৃতিক দ্বন্দ্ব, সংঘর্ষনিবারণ । - তুমি ইয়োরোপী, কোন দেশকে কবে ভাল করেছ ? অপেক্ষাকৃত অবনত জাতিকে তোলবার তোমার শক্তি কোথায় ? যেখানে তুৰ্ব্বল জাতি পেয়েছ, তাদের সমূলে উৎসাদন করেছ, তাদের জমিতে তোমরা বাস করছ, তারা একেবারে বিনষ্ট হয়ে গেছে । তোমাদের আমেরিকার ইতিহাস কি ? טאצל झै४म९ङ' ब्र