পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতালি বলিছে না, “ওরে দীন, যত্নে মোরে ধর’, তোমার চৰ্ম্মের চেয়ে আমি শ্রেষ্ঠতর ?” চিত্তে যদি নাহি থাকে আপন সম্মান, পৃষ্ঠে তবে কালে বস্ত্র কলঙ্ক-নিশান । ওই তুচ্ছ টুপিখানা চড়ি তব শিরে ধিক্কার দিতেছে না কি তব স্বজাতিরে ? বলিতেছে, যে মস্তক অাছে মোর পায় হীনতা ঘুচেছে তা’র আমারি কৃপায়। সর্ববাঙ্গে লাঞ্ছনা বহি’ এ কি অহঙ্কার ? ওর কাছে জীর্ণ চীর জেনো অলঙ্কার । 2 ৬শে চৈত্র, ১৩০২ ! 8ぐ2