পাতা:কাব্যগ্রন্থ (চতুর্থ খণ্ড).pdf/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতালি সকল আকাশ টুটে তোমাতে ভরিয়া উঠে ; সকল কানন ফুটে জীবনে যৌবনে । জাগরণসম তুমি আমার ললাট চুমি” উদিছ নয়নে । কুসুমের মত শ্বসি’ পড়িতেছ খসি খসি’ মোর বক্ষ পরে । গোপন শিশিরছলে বিন্দু বিন্দু অশ্রুজলে প্রাণ সিক্ত করে । নিঃশব্দ সৌরভরাশি পরাণে পশিছে আসি’, সুখস্বপ্ন পরকাশি’ নিভৃত অন্তরে । পরশ-পুলকে ভোর চোখে আসে ঘুমঘোর, তোমাব চুম্বন মোর সর্বাঙ্গে সঞ্চরে। কুসুমের মত শ্বসি’ পড়িতেছ খসি খসি’ মোর বক্ষ পরে । Հ:sՇալ চৈত্র, > ○os | سرما *)